হবিগঞ্জের লাখাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিখিল দাস (৫০) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মনতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত নিখিল দাস লাখাই উপজেলার পূর্ব-বুল্লা দাসপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- নিখিল দাসের স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০) এবং উদয় ঘোষ (১৬)।
পুলিশ জানায়, মনতৈল এলাকায় ধান বোঝাই একটি ট্রাক্টর দ্রুতগতিতে আসা টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে টমটমটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন টমটমের যাত্রী নিখিল দাস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
লাখাই থানা কর্মকর্তা (ওসি) বন্দে আলী বিষয়টি নিশ্চিত করেছেন।