ছিল পাখি শিকারের এয়ারগান। সেটি কেটে পরিবর্তন করে রূপান্তর করা হয়েছে শর্টগানে। গোপন সংবাদ পেয়ে এক পাথর ব্যবসায়ীর পরিত্যক্ত অফিস থেকে রূপান্তরিত শর্টগানটি উদ্ধার করছে র্যাব। শনিবার রাত ১২টার দিকে বিয়ানীবাজারের বড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিয়ানীবাজারের বড়গ্রাম এলাকার আলী হোসেন নামের এক পাথর ব্যবসায়ীর পরিত্যক্ত অফিসে অভিযান চালানো হয়। এসময় অফিসের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় কাঠেরবাট যুক্ত মরিচাপড়া একটি শর্টগান উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি মূলত একটি একনলা এয়ারগান ছিল। যা পরবর্তীতে কার্টিজ ব্যবহার উপযোগী ১২ বোর শর্টগানে রূপান্তর করা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এতে মরিচা পড়ে গেছে। অস্ত্রটি জিডিমূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে র্যাব।
বিডি প্রতিদিন/এএম