লিভারপুলে কোচ আর্না স্লটের সঙ্গে সম্পর্ক ভঙ্গুর হয়ে পড়ায় মোহামেদ সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমার মুগারবেল জানিয়েছেন, দেশটির কয়েকটি ক্লাব এই অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহ গত আট মৌসুমে ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি জিতেছেন। গত মৌসুমে লিভারপুলকে লিগ চ্যাম্পিয়ন করতে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন।
কিন্তু চলতি মৌসুমে তার পারফরম্যান্স নিরাশাজনক। প্রিমিয়ার লিগের সর্বশেষ তিন ম্যাচের দুইটিতে পুরো সময় বেঞ্চে ছিলেন, আর একটিতে বদলি হিসেবে খেলার সুযোগ পান। লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র ম্যাচের পর সালাহইঙ্গিত দিয়েছেন, 'দলে কেউ চায় যেন সব দোষ আমার ওপর পড়ে।'
এই ঘটনায় গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে সালাহকে বাদ দিয়েছেন কোচ স্লট। ম্যাচ শেষে জয় সত্ত্বেও কোচের অসন্তোষ প্রকাশ পেয়েছে।
রিয়াদে ওয়ার্ল্ড ফুটবল সামিটে মুগারবেল বলেন, 'সৌদি লিগে মোহামেদ সালাহকে স্বাগত জানানো হবে। তবে খেলোয়াড়ের সঙ্গে আলোচনার কাজ ক্লাবগুলোর।' তিনি আরও উল্লেখ করেন, সালাহ বর্তমানে সৌদি ক্লাবগুলোর লক্ষ্য তালিকার অন্যতম।
এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করা ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ইতিমধ্যেই ৪২০ ম্যাচে ২৫০ গোল করেছেন। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর, জানুয়ারির দলবদলে তিনি অ্যানফিল্ড ছাড়ার সম্ভাবনা রাখছেন।
বিডি প্রতিদিন/মুসা