প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক লীগ টি-টোয়েন্টি (আইএল) টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করতে গিয়েছেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে কাজ করছেন। এর আগে বেশ কয়েকটি হাইভোল্টেজ টেস্ট সিরিজে আম্পায়ারিং করে প্রশংসা কুড়িয়েছেন সৈকত। পিছিয়ে নেই গাজী সোহেলরাও।
সেই সাথে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশি এই আম্পায়ারকে। স্বভাবতই তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইএল টি-টোয়েন্টিতে খেলতে যাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
এক প্রতিক্রিয়ায় গাজী সোহেল বলেন, 'মুস্তাফিজ বললো, ’'সোহেল আপনাকে এখানে (আইএল টি টোয়েন্টি) দেখে ভালো লাগছে। ওইদিন সাকিব খেললো আম্পায়ারিং করলাম, তাসকিনের সাথে আজ দেখা হলো। ওরা খুব খুশি আমাকে আইএল টি টোয়েন্টিতে দেখে’।
বাংলাদেশের ক্রিকেটাররা যত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে, সেখানে বাংলাদেশি আম্পায়ারদেরও ততো সুযোগ বাড়বে বলে মনে করেন গাজী সোহেল। ফ্র্যাঞ্চাইজি লিগটিকে নিজের আম্পায়ারিং নিয়েও সন্তুষ্ট তিনি।
এবার আইএল টি টোয়েন্টিতে সাকিব এমআই এমিরেটস, মুস্তাফিজ দুবাই ক্যাপিটালস ও তাসকিন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন।
বিডি প্রতিদিন/কামাল