ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটি ছিল টানটান উত্তেজনার। সহায়ক কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা দাপট দেখালেও ডেভন কনওয়ে ও অভিষিক্ত মিচেল হে’কে থামাতে পারেননি তারা। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লিড নিয়েই দিন শেষ করেছে নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা ২০৫ রানে থামার পর ২৪/০ স্কোর নিয়ে দ্বিতীয় দিন শুরু করে কিউইরা। দিনের পঞ্চম ওভারেই টম ল্যাথামকে (১১) বোল্ড করেন কিমার রোচ। তবে কনওয়ে ও কেন উইলিয়ামসনের জুটিতে দ্রুতই ঘুরে দাঁড়ায় দল। উইলিয়ামসন ৩৭ রানে ফিরলেও নান্দনিক ব্যাটিংয়ে কনওয়ে এগিয়ে নেন দলকে; যদিও ৬০ রানে আলগা শটে তিনি ক্যাচ দিয়ে ফিরেন।
এরপর ড্যারিল মিচেল ও হে মিলে দলকে আরও এগিয়ে নেন। মিচেল আউট হন ২৫ রানে, তবে অভিষেকে দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন হে। ৯টি চার ও এক ছক্কায় ৬১ রানে থামে তাঁর ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে পঞ্চাশ ছোঁয়া তিনি চতুর্থ উইকেটরক্ষক-ব্যাটার।
গ্লেন ফিলিপস আউট হন চেইসের প্রথম ওভারেই। লোয়ার অর্ডারে ফোকস (২৩*) ও অন্যরা দ্রুত কিছু রান যোগ করলেও চোটের কারণে ব্লেয়ার টিকনার ব্যাট করতে নামতে পারেননি। ৭৪.৪ ওভারে ২৭৮ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস লিড ৭৩।
জবাবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই বিপদে পড়ে। মাইকেল রাইয়ের দুর্দান্ত ডেলিভারিতে জন ক্যাম্পবেল ফেরেন ১৪ রানে। নাইটওয়াচম্যান অ্যান্ডারসন ফিলিপকেও বেশিক্ষণ টিকতে দেননি জেকব ডাফি। দিনের শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৩২/২; এখনও পিছিয়ে ৪১ রানে।
বিডি প্রতিদিন/মুসা