গত ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে ২১ বছর পর ভারতকে হারানোয় ফুটবল দলের জন্য তাৎক্ষণিকভাবে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরস্কারের সেই অর্থই গতকাল দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার পাওয়া ৩০ জনের নামের অর্থের চেক গ্রহণ করেছেন। ২৩ ফুটবলার ও কোচসহ ৭ অফিসিয়ালকে ৭ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে এনএসসি। ফলে ২ কোটির সঙ্গে আরও ১০ লাখ টাকা যোগ হয়েছে পুরস্কারের অর্থে।