বিপিএল শুরু ২৬ ডিসেম্বর। ৬ দলের টি-২০ টুর্নামেন্টের দলগুলোও গুছিয়ে নিয়েছে দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে। বিপিএল খেলতে ৯ ক্রিকেটারকে অনাপত্তি ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটারদের অনুমতি দিয়েছে পিসিবি ২৩ জানুয়ারি পর্যন্ত। এ তালিকায় থাকা হায়দার আলির বিপক্ষে ধর্ষণ মামলা থাকায় পিসিবি তাকে সাময়িক নিষিদ্ধ করেছিল। তদন্ত করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ কোনো প্রমাণ না পাওয়ায় মামলাটি বাতিল করে। এরপর পিসিবি হায়দারের নিষেধাজ্ঞা তুলে নেয়। ফলে বিপিএল খেলতে কোনো অসুবিধা নেই হায়দারের। বিপিএলের চলতি আসরে হায়দারকে ২৫ হাজার ডলারে দলভুক্ত করেছে নোয়াখালী এক্সপ্রেস। অনাপত্তি পাওয়া পাকিস্তানের সব ক্রিকেটারই বিপিএলে দল পেয়েছেন।
ছাড়পত্র পাওয়া পাকিস্তানের ক্রিকেটার : মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফি, মোহাম্মদ ইহসানুল্লাহ, হায়দার আলি ও সালমান এরশাদ।