উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ডিফেন্ডার জুল কুন্দের জোড়া গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে মঙ্গলবার জার্মান প্রতিপক্ষ ফ্র্যাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় ফ্র্যাঙ্কফুর্ট। প্রথমার্ধে পিছিয়েই ছিল বার্সা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় উপহার দেন কুন্দে (৫০ ও ৫৩ মিনিট)। এ জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে ১৪ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। শীর্ষ আটে থাকতে হলে সামনের দুই ম্যাচেও জয়ের বিকল্প নেই দলটির। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। তারা ৩-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংকে। বায়ার্ন মিউনিখের পক্ষে একটি করে গোল করেন সার্গি জিনাবরি, লেনার্ট কার্ল ও জনাথন ট্যাহ। এ জয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। এর মধ্য দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটা। তবে সরাসরি শেষ ষোলোতে খেলার জন্য আরও একটা ম্যাচ জয় করতে হবে বায়ার্নকে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে লিভারপুরও। অলরেডরা ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। লিভারপুলের পক্ষে জয়সূচক গোলটি করেন ডমিনিক। এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে লিভারপুল। এ ছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে ডাচ ক্লাব পিএসভিকে। ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে অ্যাটলেটিকো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আটে থাকতে পারলে সরাসরি শেষ ষোলোতে খেলা যাবে। না হলে খেলতে হবে প্লে-অফ।