আবারও মানবিক কাজে দৃষ্টান্ত দেখাল মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার বাংলাদেশি নাগরিকের (মায়ের) লাশ দেখার সুযোগ পেল মেয়েসহ ভারতীয় আত্মীয়রা। জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে বাংলাদেশি নাগরিক জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের তারা বানু (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এই সংবাদ পেয়ে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার দুশতদিঘী গ্রামে বসবাসকারী মৃত তারা বানুর মেয়ে মালেকা বেগমসহ (৪০) তার স্বজনরা লাশ দেখার জন্য বিএসএফের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবি ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত জেলার শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফ-এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।
এদিকে শেষবারের মতো লাশ দেখে ভারতীয় আত্মীয়রা বিজিবি তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি যে কোনো মানবিক কাজে সহানুভূতিশীল ছিল এবং আগামীতেও থাকবে। উল্লেখ্য, এর আগেও কয়েকজনের লাশ দেখানোর ব্যবস্থা করে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবি।