চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে নয়ন আলী (২৮) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সন্ধ্যায় নয়ালাভাঙা ইউনিয়নের বাবুপুর মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর নিহতের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগও করা হয়। নিহত নয়ন নয়ালাভাঙার মোড়লটোলা গ্রামের আবদুল করিমের ছেলে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের অনুসারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নয়ালাভাঙা বাবুপুর মোড়ে নয়নকে চাপাতি দিয়ে দুই পা ও দুই হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে নয়ন মারা যান। এরপর রাতেই নয়নের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের একটি অংশের দাবি, নিহত নয়ন আশরাফ গ্রুপের অনুসারী হলেও নয়ালাভাঙার সরকারের মোড় থেকে রানিহাটি ও নবাব মোড়ের বিভিন্ন এলাকায় এককভাবে দাপট দেখাতেন তিনি। সেই ক্ষোভেই তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। নয়নের মা শুকতারা বেগম কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, হঠাৎ ৮-১০ জনের একটি দল নয়নকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে এবং পরে বাড়িতে আগুন দেয়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহত নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও পুলিশের তদন্ত অব্যাহত।