রশিদপুর, ছাতক, সুনেত্রসহ কয়েকটি গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল রাজধানীর পেট্রোবাংলার সামনে মানববন্ধন থেকে অবিলম্বে দেশবিরোধী চুক্তির প্রক্রিয়া বন্ধ করার দাবি তোলা হয়। ‘বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বরাবর প্রেরণের জন্য পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের, ক্যাবের আজীবন সদস্য আবুল কালাম, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু খান প্রমুখ। রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা স্মারকলিপি হস্তান্তর করলাম, দেখি তাঁরা কী পদক্ষেপ নেন। যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেন তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কোনো অবস্থাতেই কোনো গ্যাসফিল্ড বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে দেওয়া হবে না। যারা এ কাজের সঙ্গে জড়িত থাকবেন তারা জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন।’