রংপুরের তারাগঞ্জে অশীতিপর বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে (৬৫) নৃশংস হত্যার ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার দিবাগত রাতে নিহত দম্পতির বড় ছেলে শুভেন রায় তারাগঞ্জ থানায় মামলাটি করেন। পুলিশ এখনো হত্যার কারণ জানতে পারেনি। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। শনিবার গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা রায় বাড়িতে এ ঘটনা ঘটে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গোপনে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুজনকে হত্যা করেছে। ডাইনিং রুমে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের রক্তাক্ত লাশ এবং রান্নাঘরে স্ত্রী সুবর্ণা রায়ের লাশ পড়ে থাকতে দেখা যায়। দুটি লাশেরই মাথার খুলি ফেটে মগজ বের হয়ে যায়। সকালে বাড়ির কাজের লোক দীপক চন্দ্র রায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে সন্দেহ হয়। পরে মই বেয়ে উঠে প্রথমে যোগেশ রায় এবং পরে রান্নাঘরে সুবর্ণা রায়ের লাশ দেখতে পায়। এরপরই তিনি স্থানীয়দের জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত দম্পতির বড় ছেলে শুভেন রায় র্যাব জয়পুরহাট সিপিসি ৩ ক্যাম্পে এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় পুলিশ বিভাগে কর্মরত। দুই ভাই পরিবার নিয়ে কর্মস্থলে থাকেন। গ্রামের বাড়িতে একা থাকতেন তাদের বাবা-মা।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, পুলিশ কারণ উদ্ঘাটন ও অপরাধীদের শনাক্তে ও গ্রেপ্তারে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে।