জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে গতকাল পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থান থেকে ছয়টি লাশ উত্তোলন করা হয়েছে। এর মধ্যে প্রথম দিন রবিবার দুটি লাশ উত্তোলন করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গতকাল এ তথ্য জানিয়েছেন। মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে ৪ নম্বর ব্লকের ওয়াকওয়ে ঘেঁষে সারিবদ্ধ বেওয়ারিশ লাশের কবরগুলো। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ কবরস্থানে গত বছরের ২২ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অন্তত ১১৪টি লাশ দাফন করা হয়েছে। তবে সবচেয়ে বেশি লাশ দাফন করা হয় জুলাইয়ে।
গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, প্রথম দিন রবিবার সাতটি পরিবারের ১১টি নমুনা সংগ্রহ করা হলেও দ্বিতীয় দিনে নতুন করে কেউ ডিএনএ নমুনা দেননি। উত্তোলন করা লাশগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ফের কবর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রোটোকল, মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে লাশ উত্তোলন, পোস্টমর্টেম, ডিএনএ স্যাম্পলিংসহ প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে। কাজটি চ্যালেঞ্জিং, সেই সঙ্গে এ কাজের জনবলও সীমিত। এ কারণে সব লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহে বেশ খানিকটা সময় লাগতে পারে। তবে সব লাশ উত্তোলনে যত সময়ই লাগুক না কেন সিআইডি তাদের কাজ করে যাবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি লাশ উত্তোলনের আদেশ দেন।