জিনের মাধ্যমে সন্তানকে বশে আনার আশ্বাসে এক নারীর ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রাকিব মাতব্বর, আলাউদ্দিন ব্যাপারী, মহিউদ্দিন ব্যাপারী, মো. মানিক, ফরহাদ হোসেন ও মো. মেহেদী হাসান। রাজধানীর জিগাতলা ও রায়েরবাজার এবং যশোরে ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীর বরাতে গতকাল ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির বলেন, কোরআনিক শিফা নামে একটি ফেসবুক পেজে অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায় শিরোনামের ভিডিও দেখেন ভুক্তভোগী নারী। ওই ভিডিওর দেওয়া নম্বরে যোগাযোগ করলে, তান্ত্রিক পরিচয়ে একজন জিনের মাধ্যমে তার সন্তানকে বশে আনার কথা বলেন। প্রতারণার অংশ হিসেবে প্রথমে বিভিন্ন জিনিসপত্র কেনার অজুহাতে ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা বিকাশে নেন।
এরপর হোয়াটসঅ্যাপে কালো জাদুর ছবি পাঠিয়ে, সন্তানকে বশে আনার কাজ চলছে বলে জানান। পরদিন পুনরায় ফোন করে ‘জিন পরিচয়ে’ চক্রের একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে শিশুটির ভবিষ্যৎ নিয়ে ভয় দেখানো হয়। সমাধানের জন্য ভুক্তভোগীর কাছে ৪৯ হাজার টাকা দাবি করা হয়। সন্তানকে বিপদ থেকে রক্ষার আশায় তিনি পুনরায় টাকা পরিশোধ করেন। পরে একই কৌশলে গত ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় ভুক্তভোগীর কাছ থেকে ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। একপর্যায়ে ওই নারী বুঝতে পারেন, জিনের নামে প্রতারণার ফাঁদ পেতে তার কাছ থেকে টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। তখন তিনি মামলা করেন।