বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪৮ ঘণ্টায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাগুলো ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা, জামালপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার রেলক্রসিং সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। এ সময় পাঁচ যাত্রী আহতও হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোয়া ১২টার দিকে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও দমকলবাহিনী সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় মহাসড়কে কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস ইজিবাইককে চাপা দেয়। ফলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ইজিবাইকের যাত্রীদের উদ্ধার করে ৯ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রহমান শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) ও রিমু আক্তারের ছেলে রায়ান (আড়াই বছর) এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় নাম শাহ আলম বাবু (৫৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দীন বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
জামালপুর : জামালপুর শহরের বেলটিয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বেলটিয়া এলাকার টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া গ্রামের শফিকুলের ছেলে বাবু ওরফে দিপু এবং জালাল উদ্দিনের ছেলে রাসেল হোসেন। আহত হয়েছেন একই এলাকার শ্যামল মিয়া। তারা সবাই বন্ধু।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে কেন্দুয়া থেকে জেলা শহরের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে বেলটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি মরিচবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেল চাপা দেয়। এতে তিনজন সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক দিপু ও রাসেলকে মৃত ঘোষণা করেন, আর শ্যামল আহত অবস্থায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
জামালপুর থানা পরিদর্শক (তদন্ত) এম নুর মোহাম্মদ জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। গতকাল জেলার হাটহাজারী ও পটিয়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ফটিকছড়ির ভুজপুর থানার নারায়ণহাট এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মো. কাওসার (২৬) এবং পটিয়ার আশিয়া এলাকার মুজিবুর রহমানের পুত্র মো. নয়ন (২৫)।
নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. শাহেদ জানান, ভোরে ফটিকছড়ির নারায়ণহাট এলাকা থেকে এক বিদেশগামী যাত্রীকে মাইক্রোবাসে নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন কাওসার। পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফরহাদাবাদ স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কাওসার। আর আহত হন মাইক্রোবাসের পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাাতলে পাঠানো হয়েছে।
অন্যদিকে আশিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ জানান, ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফ থেকে মোটারসাইকেলযোগে পটিয়ায় বাড়ি ফিরছিলেন মো. নয়ন। পথে পটিয়ার ফকিরা মসজিদ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নয়ন। গুরুতর আহত হন সঙ্গে থাকা রবিন নামের এক বন্ধু। পৃৃথক দুর্ঘটনায় এই দুই প্রাণহানির ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রমেজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) সিএনজি স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমেজা খাতুন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মৃত সুদন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমেজা খাতুন কিছুদিন পূর্বে ওমরা হজ পালন করে এসেছেন। গতকাল দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৭-০৭৭১) স্থানীয় লোকজন আটক করলেও চালক পালিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিখিল দাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রীসহ আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মনতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিখিল দাস লাখাই উপজেলার পূর্ব-বুল্লা দাসপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন নিখিল দাসের স্ত্রী দীপিকা রানী দাস (৪০), ঊর্মিলা রানী দাস (৪০) এবং উদয় ঘোষ (১৬)। পুলিশ জানায়, মনতৈল এলাকায় ধানবোঝাই একটি ট্রাক্টর দ্রুতগতিতে গিয়ে টমটমটিকে ধাক্কা দেয়। আর এতে দুমড়েমুচড়ে যায় টমটমটি। এ সময় ঘটনাস্থলেই নিহত হন টমটমযাত্রী নিখিল দাস।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান রুবেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আসাদুজ্জামান রুবেল রাজশাহী জেলার তানোর উপজেলার চৈতপুর গ্রামের আমিনুল ইসলাম হায়দারের ছেলে। নাচোল থানার ওসি শহিদুল ইসলাম জানান, গতকাল সকাল ৭টার দিকে নাচোল উপজেলার নেজামপুর-হাটবাকইল সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক রুবেল গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনার সময়ই ভ্যানচালক ভ্যানটি রেখে পালিয়ে যায়।