পাবনার ঈশ্বরদীতে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় আটটি মৃত কুকুরছানা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাচ্চাগুলোকে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ আবাসিক এলাকার পুকুরে বস্তা ভাসতে দেখা যায়। পরে সেটি খুলে আটটি মৃত কুকুরছানা পাওয়া যায়। এদিকে এ ঘটনায় ঈশ্বরদীর সাবেক ইউএনও সুবীর কুমার দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সভ্য মানবজাতির জন্য এ ধরনের কাজ কখনো গ্রহণযোগ্য নয়। আমার সাবেক কর্মস্থলে আমার পোষা কুকুর ছিল, যার একটির নাম লাল্টু। তার জন্ম থেকে আমি লালনপালন করেছি। আমার বদলির পর সেখানে কুকুরছানাদের ওপর অন্ধকার নেমে আসে। আজ সকালে শুনেছি, উপজেলা পরিষদের একজন সরকারি কর্মকর্তা ও তার পরিবার কুকুরছানাগুলোকে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন।
আমি সরকারের কাছে এর বিচার চেয়েছি এবং সবাইকে বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। মহান সৃষ্টিকর্তার নিকট আমি আজ মন থেকে অভিশাপ দিয়েছি।’ স্থানীয় শরিফুল ইসলাম বলেন, সকাল থেকেই মা কুকুরটি বারবার চিৎকার করছিল। আমরা তার ডাক অনুসরণ করে পুকুরপাড়ে গিয়ে বস্তাটি খুলি। ভিতরে সব কুকুরছানা মৃত অবস্থায় ছিল। কেউ খুব নিষ্ঠুরভাবে এ কাজ করেছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, কুকুরছানাগুলোর মৃত্যু সত্যিই নৃশংস। পশু কল্যাণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য। আমরা উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে তথ্য শেয়ার করে সহযোগিতা করছি, যাতে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আবদুর নূর বলেন, যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।