ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত কে-নাইন টিমের প্রশিক্ষিত তিনটি কুকুর ৬ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলিশ লাইনসে অবস্থিত কে-নাইন টিমের সদর দপ্তরে উন্মুক্ত নিলামে কোরি, স্যাম ও ফিন নামের কুকুর তিনটি বিক্রি করা হয়। কুকুরগুলোর মধ্যে ফিন (পুরুষ) যুক্তরাজ্যের ল্যাব্রাডর কুকুর, কোরি (স্ত্রী) ল্যাব্রাডর এবং স্যাম (পুরুষ) জার্মান শেফার্ড। কে-নাইন টিমের পরিদর্শক ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোরি সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজারে বিক্রি হয়েছে। কিনেছেন একজন সাধারণ নাগরিক। স্যাম ৪০ ও ফিন ৩০ হাজারে কিনেছে একটি কোম্পানি। ২৭ নভেম্বর কুকুরগুলো হস্তান্তর করা হবে।
সিটিটিসি সূত্রে জানা যায়, কুকুর তিনটির বয়স আট বছর। বয়সের কারণে তারা আর বিস্ফোরক শনাক্ত করা, অনুসন্ধান অভিযান বা টহল দায়িত্বের মতো কঠিন কাজ করতে পারছে না। তবে তাদের স্বাস্থ্য এখনো ভালো আছে। পোষা প্রাণী হিসেবে স্বাভাবিক জীবন কাটাতে পারবে।