নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নারায়ণগঞ্জ- ৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নিজ উদ্যোগে সকল প্রকার নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সড়িয়ে নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর থেকেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় লাগানো ব্যানার-পোস্টার অপসারণ করা শুরু করেছেন। সেই সাথে তার পক্ষ থেকে সতর্ক করে বলে দেওয়া হয়েছে।
এদিনের পর থেকে মাসুদুজ্জামানের নামে ভিন্ন কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত ব্যানার পোস্টার প্রিন্ট করে প্রদর্শন করলে তার দায়ভার মাসুদুজ্জামানের ওপর বর্তাবে না। বরং নির্দিষ্ট ব্যাক্তি-প্রতিষ্ঠানই তার দায় বহন করবেন।
মাসুদুজ্জামান বলেন, ‘আমার দল ও আমি আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণবিধির প্রতিটি দিক আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনা করছি এবং এগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সতর্ক আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে একটি জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিধিনিষেধ মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসকল নির্দেশনা পালন করলে জনগণের আস্থা বজায় থাকবে এবং নাগরিকদের জীবনে বাড়তি বিড়ম্বনা দৃষ্টি হবে না।’
বিডি-প্রতিদিন/আশফাক