বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা–ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ। আমরা এই মাটির সন্তান। বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে। দলমত নির্বিশেষে মা-বোনেরা নিরাপত্তার সঙ্গে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৭ বছর ধরে সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে সংসদে যেতে পারলে এলাকার উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারব।
বিডি প্রতিদিন/নাজিম