প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছেন।
এ অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এ বছর ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।
সিইসি জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে।
সিইসি ভাষণে বলেন, 'সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং পোস্টাল ভোট কার্যকর করা হয়েছে।'
নির্বাচনের ব্যালট সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। এ দেশের ইতিহাসে প্রথমবার একদিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
বিডি প্রতিদিন/মুসা