হযরত শাহ আমানত খান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনের প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ।
বুধবার বিকালে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
এ সময় তিনি বলেন, চট্টগ্রাম ৯ আসন হচ্ছে নগরীর হৃৎপিণ্ড। ব্যবসা- বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে এ আসনটি অপেক্ষাকৃত পশ্চাৎপদ। অতীতে এ আসন থেকে যারাই নির্বাচিত হয়েছেন, তারা কেবলই নিজেদের আখের গুছিয়েছে। আর এ এলাকার জনগণ এখনো সেই তিমিরেই রয়ে গেছে। তাই এ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করতে আসন্ন নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানাই।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন ও অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, এস এম আবদুল করিম তারেক, হাজী মোহাম্মদ আলম রাজু, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা আবদুর রহিম তৈয়বী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, অ্যাডভোকেট ফেরদৌস আলম সেলিম, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, ইলিয়াছ খান ইমু, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মাওলানা ইদ্রিস তাহেরী, পীরজাদা ছৈয়দ আবেদ চিশতী, মোহাম্মদ আবদুর রহিম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, কাজী আহসানুল আলম, এস এম আবু ছাদেক ছিটু, সাইফু ইসলাম লিটন, কামরুল হাসান শাকিল, মাওলানা নুরুল আলম, অধ্যাপক সুলতান আহমদ, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফোরকান প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম