মানিকগঞ্জ-১ (ঘিওর, শিবালয় ও দৌলতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুরে নানা হযরত মাওলানা শাহ ইসমাইল হোসেন ওয়ায়সি (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু করেন।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন, ওলামা দলের কেন্দ্রীয় সদস্য হাবিবুল্লাহ নোমানী, মো. আমজাদ হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ