চট্টগ্রাম-৯ আসনে (নগরীর কোতোয়ালী-বাকলিয়া) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ ও নিরাপত্তার দেশ। আমি নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির রাজনীতি অব্যাহত রাখতে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই।
শুক্রবার রাতে নগরীর চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে চকবাজার শিব মন্দির প্রাঙ্গণে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজার ওয়ার্ডের সেক্রেটারি মুহাম্মদ এরশাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালেদুল আনোয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান, চকবাজার শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি