আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাসদ (মার্কসবাদী)। শুক্রবার দলের চট্টগ্রাম জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বুধবার দলটির কেন্দ্রীয় কমিটি সারাদেশে ৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে।
জেলা কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে প্রার্থী হয়েছেন জেলা আহ্বায়ক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ। চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী) আসনে প্রার্থী আসমা আক্তার, তিনি বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য ও নারী মুক্তি কেন্দ্রের জেলা আহ্বায়ক। চট্টগ্রাম-১১ (বন্দর–ডবলমুরিং–পতেঙ্গা) আসনে প্রার্থী হয়েছেন জেলা কমিটির সদস্য দীপা মজুমদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত এই তিন প্রার্থী দীর্ঘদিন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনসহ গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তারা রাজনীতিকে সামাজিক দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করে জনগণের পক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/সুজন