নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে দলটির তিন কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। তারা হলেন, রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)। তাদের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিনের পোস্টারিং চলছিল। সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় গেলে কয়েকজন তাদের হামলা করা হয়। গতকাল তাদের চিহ্নিত করতে মিতালী মার্কেটে গেলে ছুরিকাঘাত করা হয় তামিম, রিয়াদ ও বায়েজিদকে। ওসি মুহাম্মদ আবদুল বারিক বলেন, তথ্য-প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।