‘প্রক্সি হাজিরা দিতে গিয়ে কারাগারে’ শীর্ষক সংবাদ বাংলাদেশ প্রতিদিনে প্রকাশের পর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর ২-এর বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মো. ছাত্তার মিয়া ও মো. সাইফুল ইসলামকে আসামি করা হয়েছে। এ ছাড়া ছাত্তার মিয়ার আইনজীবী মো. শ্যামল সরকারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তার ব্যাখ্যা সাত দিনের মধ্যে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গতকাল ‘প্রক্সি হাজিরা দিতে গিয়ে কারাগারে’ প্রতারণার এ সংবাদ প্রকাশিত হয়। জানা গেছে, রবিবার বন আদালতে একটি মামলায় প্রধান আসামি মো. সাত্তার মিয়ার প্রক্সি দিতে গিয়ে আটক হন কালিয়াকৈর উপজেলার তালতলা গ্রামের রহিম বাদশার ছেলে মো. সাইফুল ইসলাম নামে এক যুবক।