ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এতে গাইবান্ধার সংসদীয় পাঁচটি আসনের মধ্যে দুটিতে প্রার্থী ঘোষণা দিয়েছে দলটি। ঘোষিত এ তালিকায় গাইবান্ধা-৩ আসনে দলটির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ এবং গাইবান্ধা-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ডা. আ. খ. ম. আসাদুজ্জামান। গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।