ঢাকার ব্যস্ত শহরের অবিরাম কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ এনে দিয়েছে আমিন মোহাম্মদ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানটির পিকনিক স্পটে সবুজে ঘেরা পরিবেশ, পুকুরপাড়ের শীতল হাওয়া এবং শান্ত নীরবতা দর্শকদের জন্য তৈরি করেছে নিখুঁত বিশ্রামের পরিবেশ।
এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য ইনডোর এবং আউটডোর কিডস জোন। তাছাড়া রয়েছে প্যাটিং জ্যু অর্থাৎ ভেড়া, গরুর বাছুর, হাঁস-মুরগির বাচ্চাদের নিজ হাতে খাওয়ানের সুযোগ। রয়েছে ক্যামেল অবজারভেশন ডেক অর্থাৎ ক্যামেল বা উট গুলোকে নিরাপদ দূরত্বে থেকে ফিডিং বা খাবার দেবার সুযোগ। বড়দের জন্য রয়েছে কায়কিং, নৌকা ভ্রমন এবং ওয়াটার সাইক্লিং ব্যবস্থা। পুকুর পাড়ে রয়েছে হ্যামক কিংবা ঝুলন্ত বিছানার ব্যবস্থা। যেখান থেকে এগ্রোর সতেজ বাতাস ও সুন্দর্য উপভোগ করার সুযোগ।
খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ। যেখানে ক্রিকেট, ফুটবল ও ব্যাটমিনন্টন খেলার সুব্যবস্থা বিদ্ধমান। রাতে বনফায়ার ও বারবি কিউরও সু-ব্যবস্থা রয়েছে। মানুষ যেন প্রকৃতিকে অনুভব করার সুযোগ পায় এটাই আমিন মোহাম্মদ এগ্রোর উদ্দেশ্য। রুমছাড়া এবং রুমসহ ডে-লং প্যাকেজের কয়েকটি ক্যাটাগরতি পিকনিক করা সুযোগ রয়েছে।
মিরপুর-বেরিবাধ রোডে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজার দিয়ে ডানে খানিকটা গেলেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সংলগ্ন রজনীগন্ধ্যায় আমিন মোহাম্মদ এগ্রোর অবস্থান।
বিডি প্রতিদিন/মুসা/ইই