আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে হচ্ছে যাচ্ছে ২০২৬ সালের আইপিএলের নিলাম। এবারের নিলামের আগে দল গোছানোর জন্য খরচ ও নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
দল গোছানোর জন্য একেকটি ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারে ১২০ কোটি রুপি করে। যার বেশিরভাগই খরচ হয় মেগা নিলামে। ২০২৬ আইপিএলের আগে অবশ্য মেগা নিলাম নয়, হবে মিনি নিলাম। প্রায় গোছানো দলগুলো আরও একটু শক্তিশালী হতে নামবে খেলোয়াড় কেনার মিশনে।
তবে মিনি নিলামে সব দল সমান অর্থ খরচ করতে পারবে না। কোন দল কতজন খেলোয়াড় দলে রেখেছে, তাদের মূল্য কত, সে অনুযায়ী হিসেব করা হয়েছে কাদের পার্সে কত টাকা বাকি আছে।
এবারের নিলামের জন্য চেন্নাই সুপার কিংসের ৪৩ কোটি ৪০ লাখ রুপি হাতে রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ২৫ কোটি ৫০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পার্সে রয়েছে প্রায় ২৩ কোটি রুপি।
দিল্লী ক্যাপিটালসের ২১ কোটি ৮০ লাখ রুপি, গুজরাট টাইটান্সের ১২ কোটি ৯০ লাখ রুপি, মুম্বাই ইন্ডিয়ান্সের মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি, পাঞ্জাব কিংসের ১১ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ কোটি ৪০ লাখ রুপি, রাজস্থান রয়্যালসের ১৬ কোটি ৫ লাখ রুপি হাতে রয়েছে।
মুম্বাইয়ের হাতেই আছেন সবচেয়ে কম টাকা। নিলামটি তাই তাদের জন্য একপ্রকার আনুষ্ঠানিকতা। অন্যদিকে কলকাতার অর্ধেকের বেশি টাকাই হাতে রয়েছে। তবে তাদের খেলোয়াড়ও প্রয়োজন সবচেয়ে বেশি।
বিডি প্রতিদিন/কামাল