চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি, এ ম্যাচ এখন প্রায় ঋতুভিত্তিক এক উৎসবের নাম। ২০১২-১৩ মৌসুমে প্রথম সাক্ষাতের পর থেকে ইউরোপিয়ান ফুটবলের আর কোনো দুই দল এতবার মুখোমুখি হয়নি। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে হতে যাচ্ছে তাদের ১৫তম দ্বৈরথ।
তবে এবারের লড়াইটিকে বিশেষ করে তুলেছে আরও কয়েকটি কারণ। প্রথমবারের মতো একে-অপরের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদের জাবি আলোনসো। বায়ার্ন মিউনিখে গার্দিওলার অধীনে খেলা আলোনসোর কাছে এই সাক্ষাৎ তাই নিঃসন্দেহে অন্যরকম অনুভূতির।
আজকের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হলান্ডের লড়াই। বিশ্বের সবচেয়ে আলোচিত দুই ফরোয়ার্ডের এটি চ্যাম্পিয়নস লিগে তৃতীয় মুখোমুখি।
২০২০ সালে প্রথম দেখা হয়েছিল ডর্টমুন্ড-পিএসজি ম্যাচে; সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন হলান্ড। গত মৌসুমে আবারও মুখোমুখি হন দুজন, তখন এমবাপ্পে দুই লেগ মিলিয়ে ৪ গোল করলেও হলান্ড করেছিলেন ২ গোল।
মজার ব্যাপার হলো, এ লড়াই এখানেই শেষ নয়। আগামী ২৬ জুন যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে। ফলে আজকের লড়াই যেন সেই বড় ম্যাচেরই এক ঝলক।
এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। ৫ ম্যাচে তাঁর গোল ৯টি। গত মাসে অলিম্পিয়াকোসের বিপক্ষে করেছিলেন একাই ৪ গোল।
অন্যদিকে হলান্ডের গোল ৫ ম্যাচে ৫টি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে তাঁর গোলসংখ্যা ইতিমধ্যে ২০। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল কেবল হ্যারি কেইন (২৮) ও এমবাপ্পের (২৫)।
বিডি প্রতিদিন/মুসা