সাকিব আল হাসানের পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে এবারই প্রথম মাঠে নামবেন তিনি। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন এই তরুণ স্পিনার।
গত মৌসুমেও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে ভিড়িয়েছিল; তবে বিসিবির অনুমতি (এনওসি) না পাওয়ায় খেলতে পারেননি তিনি। সেই মৌসুমেই শিরোপা জিতেছিল হোবার্ট। এবার শিরোপা ধরে রাখার মিশনে দলে যুক্ত হলো বাংলাদেশের উদীয়মান এই লেগস্পিনার।
২০২৪-২৫ মৌসুমে হোবার্ট হারিকেন্স তাদের অভিযান শুরু করবে ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।
ডিসেম্বর মাসে গ্রুপপর্বে আরও চারটি ম্যাচ খেলবে হোবার্ট। জানুয়ারিতে বাকি পাঁচটি ম্যাচ মাঠে গড়াবে। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ফাইনাল।
হোবার্ট হারিকেন্সের পূর্ণ সূচি (বাংলাদেশ সময়)
১৬ ডিসেম্বর হোবার্ট হারিকেন্স - সিডনি থান্ডার দুপুর ২টা ১৫
১৮ ডিসেম্বর হোবার্ট হারিকেন্স - মেলবোর্ন স্টার্স দুপুর ২টা ১৫
২১ ডিসেম্বর হোবার্ট হারিকেন্স - মেলবোর্ন রেনেগেডস দুপুর ২টা ১৫
২৬ ডিসেম্বর হোবার্ট হারিকেন্স - পার্থ স্কোরচার্স বিকাল ৪টা ১৫
২৯ ডিসেম্বর হোবার্ট হারিকেন্স - মেলবোর্ন রেনেগেডস দুপুর ২টা ১৫
১ জানুয়ারি হোবার্ট হারিকেন্স - পার্থ স্কোরচার্স দুপুর ২টা ১৫
৩ জানুয়ারি হোবার্ট হারিকেন্স - সিডনি থান্ডার দুপুর ২টা ১৫
৯ জানুয়ারি হোবার্ট হারিকেন্স - অ্যাডিলেড স্ট্রাইকার্স দুপুর ২টা ১৫
১১ জানুয়ারি হোবার্ট হারিকেন্স - সিডনি সিক্সার্স সকাল ৯টা ৫
১৪ জানুয়ারি হোবার্ট হারিকেন্স - ব্রিসবেন হিট দুপুর ২টা ১৫
বিডি প্রতিদিন/মুসা