চরম চাপের মুহূর্তে লিভারপুলকে বাঁচিয়ে দিলেন দমিনিক সোবোসলাই। সাম্প্রতিক হতাশার সময়ে পড়ে থাকা আর্নে স্লটের দল চ্যাম্পিয়ন্স লিগে ফিরে পেল মহাগুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। মোহাম্মদ সালাহ-পরবর্তী যুগের শুরুতে দিশেহারা লিভারপুল শেষ পর্যন্ত ইন্টার মিলানকে হারিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে কিছুটা।
গত রাতে সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় লিভারপুল। ম্যাচজুড়ে নিষ্প্রভ লড়াইয়ের পর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন সোবোসলাই। তাঁর ঠাণ্ডা মাথার শটে নিশ্চিত হয় লিভারপুলের জয়।
ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিভারপুল বর্তমানে অবস্থান করছে পয়েন্ট তালিকার আটে। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ইন্টার মিলান আছে পাঁচ নম্বরে।
ইন্টারের বিপক্ষে ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার জন্ম দেয় লিভারপুলের স্কোয়াডে মোহাম্মদ সালাহর অনুপস্থিতি। নানা বিতর্কের পর মিশরীয় তারকাকে ছাড়াই ইতালিতে যায় ক্লাবটি। মাঠে নেমেও সালাহর অভাব স্পষ্ট ছিল, ইন্টারের ওপর খুব একটা চাপ তৈরি করতে পারেনি অল রেডরা।
যদিও স্বাগতিক দলটিও আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি। ৩৭ মিনিট পর্যন্ত কোনো শট নিতে পারেননি লাউতারো মার্তিনেজরা।
৩২ মিনিটে লিভারপুল গোল পেয়েছিল বলেই মনে হচ্ছিল। খুব কাছ থেকে হেড করে বল জালে পাঠান ইব্রাহিমা কোনাতে। মার্তিনেজ ক্লিয়ারেন্স দিলেও বল ততক্ষণে গোললাইন অতিক্রম করেছিল। তবে ভিএআর চেকিংয়ে দেখা যায়। হেডে উঠার আগেই ভার্জিল ফন ডাইকের বলে লেগেছিল উগো একিটিকের হাত। বাতিল হয় গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টারকে লিড এনে দেওয়ার সুযোগ পান লাউতারো মার্তিনেজ। তবে তাঁর হেড ঠেকিয়ে দেন আলিসন বেকার।
বিরতির পর দু’দলের মাঝখানে লড়াই কিছুটা জমলেও গোলের মুখ খোলেনি। ৮০ মিনিটে কনর ব্র্যাডলি ইন্টারের রক্ষণ ভেদ করে শট নিলেও ব্যর্থ হন ইয়ান সমেরকে পরাস্ত করতে।
৮৬ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়, লিভারপুলের ফ্লোহিয়ান ভিয়েৎসকে পেছন থেকে ফেলে দেন ইন্টারের আলেস্সান্দ্রো বাস্তোনি। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে কোনো ভুল না করে লিভারপুলকে জেতান সোবোসলাই।
বিডি প্রতিদিন/মুসা