চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে হারের ধাক্কা সামলে ওঠার মধ্যেই বার্সেলোনা শিবিরে নতুন দুশ্চিন্তা ভর করেছে। চোটের কারণে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফের্মিন লোপেজ। এর আগে স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটিতে কিছুটা অস্বস্তি নিয়ে খেলতে নামেন তিনি।
ক্লাবটির বিবৃতিতে জানানো হয়েছে, ডান পায়ের পেশির চোটে ভুগছেন লোপেস। তার সেরে উঠতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এছাড়াও স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো তাদের প্রতিবেদনে লিখেছে, গত শনিবার লা লিগায় আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সানসেতের ট্যাকলে ব্যথা পান লোপেস। গুরুতর ওই ফাউলের জন্য লাল কার্ড দেখেন সানসেত। সেই আঘাতে চেলসি ম্যাচের আগেও কিছুটা ব্যথা অনুভব করছিলেন লোপেস। পরে ৬২তম মিনিটে তাকে তুলে নেন কোচ।
চোটের কারণে ২২ বছর বয়সী এই খেলোয়াড় আলাভেস, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার তিনটি খেলা মিস করবেন এবং ৯ ডিসেম্বর আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়েও তার অংশগ্রহণ অনিশ্চিতG
এদিকে ফের্মিন লোপেজের চোটের মধ্যে নতুন একটি সুসংবাদ পেয়েছে বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুশীলনে নেমেছেন তারকা মিডফিল্ডার পেদ্রি। আলাভেসের বিপক্ষে আগামী শনিবার (২৯ নভেম্বর) লিগ ম্যাচে তার ফেরার বিষয়ে আশাবাদী বার্সেলোনা। পেদ্রি ফিরলে লোপেসকে হারানোর ধাক্কাও কিছুটা সামলে নিতে পারবে বার্সেলোনা। লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে ৩-০ গোলে হেরেছে।
বিডি প্রতিদিন/কামাল