শরীর চর্চায় গ্রাহককে আগ্রহী করতে নতুন উদ্যোগ নিয়েছে গোল্ডস জিম বাংলাদেশ। শারীরিকভাবে সুস্থ থাকতে ফিটনেস সেবাগুলো যেন নাগরিকরা সহজে উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে সিটি ব্যাংকের সঙ্গে দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দেশসেরা ফিটসেন সেন্টারটি। গতকাল বিকালে গোল্ডস জিম বাংলাদেশ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড অফিসে এ চুক্তি স্বাক্ষর করে গোল্ডস জিম বাংলাদেশ ও সিটি ব্যাংক পিএলসি। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অবসরপ্রাপ্ত) ও সিটি ব্যাংকের মো. রেফাজ আহমেদ ভূঁইয়া। এ সময় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সদস্যরা বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড অফিসে চুক্তিগুলো চূড়ান্ত করেন। ফলে এখন থেকে গ্রাহকরা সিটি ব্যাংক কার্ড ব্যবহার করে তিন মাস, ছয় মাস ও ১২ মাসের কিস্তি পরিকল্পনায় গোল্ডস জিম সদস্যপদ প্যাকেজে ফ্ল্যাট ডিসকাউন্ট, অতিরিক্ত খরচ ছাড়াই ব্যক্তিগত ওয়ার্কআউট ও ডায়েট প্ল্যান এবং বিনামূল্যে পেশাদার পুষ্টিবিদ পরামর্শেও সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া, সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডধারীরা বিশেষ সুবিধা পাবেন।
সমোঝোতা চুক্তি স্বাক্ষর শেষে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শেখ এহসান রেজা বলেন, ‘এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর ফলে গ্রাহকরা শরীর চর্চায় আরও বেশি আগ্রহী হবে। আমাদের লক্ষ্যই দেশের নাগরিকদের সুস্থ ও সুন্দর জীবনধারা উপহার দেওয়া। তাই শরীর চর্চা গ্রাহকদের কাছে সহজলভ্য করতেই আমাদের এ উদ্যোগ।’ এ ছাড়া দেশব্যাপী প্রিমিয়াম ফিটনেস সেবাকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করে তোলার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন শেখ এহসান রেজা।