মরক্কোর উত্তরাঞ্চলের ফেজ শহরে পাশাপাশি দুটি আবাসিক ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
জানা গেছে, চারতলা ওই দুটি ভবনে আটটি পরিবার বসবাস করত। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে ভবন দুটি ধসে পড়ে। আহত সবাইকে জরুরি পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে। উদ্ধারকর্মীরা জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তবে, ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
ফেজ শহরটি মরক্কোর তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। জীবনযাত্রার মান নিয়ে দুই মাস আগে এই শহরের বাসিন্দারা সরকারবিরোধী বিক্ষোভ করেছিলেন। তাদের অভিযোগ, শহরটিতে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমুখী, শহরের বাসিন্দারা পর্যাপ্ত সরকারি সেবা পাচ্ছেন না।
এ দিকে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানিয়েছে, 'ঘটনাস্থলের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ধসে যাওয়া ভবন দুটি আগে থেকেই ঝুঁকপূর্ণ ছিল। তবে কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।'
সূত্র: আল-জাজিরা, গাল্ফ নিউজ
বিডি-প্রতিদিন/এমই