দীর্ঘদিন ধরে আলোচনার পরও শান্তিতে নোবেল বিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় নরওয়ের রাজধানী অসলোতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার কথা। এতে নরওয়ের রাজপরিবারের সদস্য, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলে ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ারসহ লাতিন আমেরিকান নেতারা উপস্থিত থাকবেন।
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক ও পুরস্কার প্রদানকারী সংস্থার স্থায়ী সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন নরওয়েজিয়ান পাবলিক ব্রডকাস্টার এনআরকেকে বলেন, দুর্ভাগ্যবশত, তিনি (মাচোদা) নরওয়েতে নেই। দুপুর ১টায় অনুষ্ঠান শুরু হলেও তিনি এই মঞ্চে উপস্থিত থাকবেন না। রয়টার্সের বরাতে এই খবর জানিয়েছে এবিসি নিউজ।
হার্পভিকেন বলেন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সরকারের নির্যাতনের মুখে মাচাদো গত বছর থেকে আত্মগোপনে জীবনযাপন করছেন এবং তার বর্তমান অবস্থান অজানা। তিনি এখন নরওয়েতে নেই, এবং অসলোতে মঞ্চে থাকবেন না। তার মেয়ে পুরস্কার গ্রহণ করবেন এবং তার মায়ের পক্ষে বক্তৃতা দেবেন।
৫৮ বছর বয়সী মাচাদোকে ভেনেজুয়েলা ত্যাগ করার অনুমতি দেওয়া হয়নি। গত বছর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নির্বাচনে জয়লাভ করেন। মাচাদো মূলত মাদুরোর বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থী ছিলেন। কিন্তু সরকার তাকে নির্বাচনে অংশ নিতে বাধা দেয়। এরপর থেকে তিনি এক বছরেরও বেশি সময় ধরে আত্মগোপনে আছেন।
ঐতিহ্যগতভাবে পুরস্কার বিতরণীর আগের দিন বিজয়ীরা সংবাদ সম্মেলনে অংশ নেন। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) কয়েক ঘণ্টা অপেক্ষার পর মাচাদোর সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এর আগে ইনস্টিটিউট জানায়, মাচাদো নিজেই তাদেরকে সাক্ষাৎকারে বলেছিলেন নরওয়ের অসলোতে তার যাত্রা কতটা কঠিন হতে পারে।
বিডি প্রতিদিন/কামাল