রাতভর রুশ বাহিনীর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের আটটি অঞ্চলের বিদ্যুৎ ও তাপ উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের কর্মকর্তা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
ইউক্রেনের মোট বিদ্যুতের অর্ধেকের বেশি সরবরাহ করে তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আইএইএ জানায়, রাতভর ব্যাপক সামরিক হামলার কারণে এসব কেন্দ্রে আগের মতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়া রাতে ৬৫৩টি ড্রোন ও ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের বাহিনী ৫৮৫টি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
তারা জানিয়েছে, এসব হামলায় শেরনিহিভ, জাপোরিঝিয়া, লভিভ ও দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের বিদ্যুৎ ও তাপ উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে সাড়ে ৯ হাজার ভোক্তার তাপ সরবরাহ এবং ৩৪ হাজার ভোক্তার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ওডেসার বন্দর অবকাঠামোতে হামলা চালানোয় এর কিছু অংশও বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জরুরি মেরামতকাজ চলছে। সব ভোক্তার কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে জ্বালানি কোম্পানিগুলো সর্বোচ্চ চেষ্টা করছে।
এদিকে, রাজধানী কিয়েভের কাছে একটি গুরুত্বপূর্ণ রেল জংশনেও হামলা হয়েছে। এতে রেল ডিপো ও বগি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে, ইউক্রেনের রেল কর্তৃপক্ষ।
রুশ বাহিনী সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে। শীতে বিদ্যুৎকেন্দ্র ও রেলস্টেশনগুলোকে লক্ষ্য করা হচ্ছে। এ সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/এমই