রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ২৮ দফা মার্কিন শান্তি পরিকল্পনায় পরিবর্তন করা হয়েছে। যা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সংশোধনীগুলোকে 'সম্পূর্ণ অগঠনমূলক' উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। এ পরিপ্রেক্ষিতে এবার রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার আবুধাবিতে মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকোল রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে ট্রাম্প প্রশাসনের নতুন তৎপরতার অংশ হিসেবে এ আলোচনা আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে রয়টার্স।
তবে বৈঠকে রুশ প্রতিনিধি দলে কারা ছিলেন তা জানা যায়নি। ওই কর্মকর্তা আরও বলেন, ড্রিসকল আবুধাবিতে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
অন্যদিকে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে মতপার্থক্য কমানোর চেষ্টা করলেও বেশকিছু মৌলিক বিষয়ে একমত হতে পারেননি।
এই পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। শীতের রাতে বাসিন্দার ভূগর্ভস্থ আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন।