আফগানিস্তান, ইরান, হাইতি, লিবিয়াসহ ১৯ দেশের নাগরিকের গ্রিনকার্ড খতিয়ে দেখার পাশাপাশি এসব দেশের নাগরিককে গ্রিনকার্ড প্রদানের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর বন্দুক হামলার জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউএসসিআইএসের (ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস) পরিচালক জোসেফ বি এডলো এক নির্দেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে সব কনস্যুলেট, ন্যাশনাল ভিসা সেন্টার এবং গ্রিনকার্ড ইস্যুকারী কর্তৃপক্ষকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তিদায়ক নয় এমন সব দেশের নাগরিকের গ্রিনকার্ড পুঙ্খাপুঙ্খভাবে খতিয়ে দেখতে হবে। ইস্যুর ক্ষেত্রে সব ধরনের রীতি অনুসরণ করা না হয়ে থাকলে সেই গ্রিনকার্ড অবিলম্বে বাতিল গণ্য হবে। শুধু তাই নয়, ওই সব দেশের নাগরিকের গ্রিনকার্ডের সব আবেদন স্থগিত থাকবে। সবার ব্যাকগ্রাউন্ড চেক করার এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কর্তৃপক্ষ নতুন নির্দেশ জারি করার পর কেবল ইমিগ্র্যান্ট ভিসা/অ্যাসাইলাম /রিফিউজি হিসেবে স্থায়ীভাবে বসবাসের আবেদন পুনরায় বিবেচনার আওতায় আসবে।