খোদ কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানো বাঘ সম্প্রতি এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। তবে ভয় পাওয়ার কিছু নেই; এটি সম্পূর্ণ এআই-নির্মিত একটি প্রচারণামূলক ভিডিও। ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন ওয়েব সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দ্য রয়েল বেঙ্গল রহস্য’ ঘিরেই এই ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছে। ভিডিওটির শেষে দেখা যায়, সেই বাঘের রহস্য উদ্ঘাটনে প্রস্তুত হচ্ছেন ফেলুদা। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিরিজটি।
সত্যজিৎ রায়ের জনপ্রিয় গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’ অবলম্বনে নির্মিত সিরিজে ফের ফেলুদার ভূমিকায় হাজির হচ্ছেন টোটা রায়চৌধুরী। লালমোহন গঙ্গোপাধ্যায় তথা জটায়ুর চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী, আর তোপসে হিসেবে দেখা যাবে কল্পন মিত্রকে। গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র মহীতোষ সিংহ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
উত্তরবঙ্গের চালসা জঙ্গলে রোমাঞ্চকর পরিবেশে সম্পন্ন হয়েছে সিরিজটির শুটিং। এর আগে একই গল্পে চলচ্চিত্র বানিয়েছিলেন সন্দীপ রায়, যেখানে ফেলুদা ছিলেন সব্যসাচী চক্রবর্তী। এবার গল্পটি নতুনভাবে আসছে ওটিটির পর্দায়।
সৃজিত মুখোপাধ্যায় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির পর ফেলুদা ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে ভক্তদের মধ্যে হতাশা জন্মায়। তবে প্রযোজনা সংস্থার আশ্বাস অনুযায়ী সিরিজ থেমে থাকেনি; পরিবর্তন হয়েছে পরিচালনায়। নতুন পর্বটির দায়িত্ব নিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
বিডি প্রতিদিন/মুসা