পরিচালক আদিত্য ধরের বহুচর্চিত ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে। ছবিতে পাকিস্তানের লিয়ারি, করাচি এবং বালোচিস্তানের কিছু অঞ্চল দেখানো হয়েছে। পর্দায় সেসব দৃশ্য দেখে অনেক দর্শকই ধারণা করেছেন শুটিং কি সত্যিই পাকিস্তানেই হয়েছে? একই প্রশ্ন উঠেছে সে দেশের দর্শকদের মধ্যেও; স্ক্রিনে পরিচিত প্রাকৃতিক দৃশ্য দেখে তাঁরা বিস্মিত।
তবে বাস্তবতা অন্য। ছবিতে পাকিস্তানের অঞ্চল দেখানো হলেও শুটিংয়ের জন্য সে দেশে যাওয়া হয়নি। পাকিস্তানের ভূপ্রকৃতির সঙ্গে সাদৃশ্য রয়েছে এমন জায়গাতেই ক্যামেরা ধরেছেন নির্মাতারা। রণবীর সিং-এর কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট হয়েছে লাদাখে। অক্ষয় খন্নার ফিলিপারচি গানের দৃশ্যও ধারণ করা হয়েছে সেখানে। এর পাশাপাশি লুধিয়ানা ও ব্যাঙ্ককেও শুট হয়েছে ছবির আরও কয়েকটি অংশ।
এদিকে আলাদা ঘটনায়, পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, এনিউমারেশন ফর্ম পূরণ নিয়ে বান্দোয়ান এলাকার কয়েকটি জায়গায় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর বান্দোয়ান থানায় একটি মামলা দায়ের হয় এবং সেই মামলায় বিপিনবিহারীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা