আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রংপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু গণসংযোগ করেছেন।
বুধবার রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া, সরকারি টেকনিক্যাল স্কুল মোড়, সুরভী উদ্যান এলাকা, শিক্ষা অফিস চত্বর ও আদালত পাড়ায় তিনি এ গণসংযোগ করেন।
এ সময় দলীয় নেতাকর্মী, আইনজীবীবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিকসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এলাকাগুলো ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান ও সামু ভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন, স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শফি কামাল, মহানগর বিএনপির সদস্য ডা. নির্মলেন্দু গুহ রায়, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিসহ অনেকে।
সামসুজ্জামান সামু তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেটও বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/এমই