আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী এস এ জিন্নাহ কবিরের পক্ষে নারীরা উঠান বৈঠক করেছেন।
বুধবার দুপুরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া এলাকার যুবদল নেতা সফিকুল ইসলামের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় প্রার্থিী এস এ জিন্নাহ কবিরের সহধর্মীনী শায়লা কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীনা আক্তার যুথী, প্রফেসর তমিজ উদ্দিন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুল্লাহ নোমানী।
প্রধান অতিথি এস এ জিন্নাহ কবিরে বলেন, দীর্ঘদিন আপনারা অধিকার বঞ্চিত ছিলেন, ভোটাধিকার থেকে বঞ্জিত ছিলেন। সময় এসেছে সকল অন্যায়ের প্রতিবদি করার। সকলে মিলে বিপ্লবী নেতা তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে নিজেদের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।
এ সময় বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
অপরদিকে, এস এ জিন্নাহ কবির ঘিওরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এ সময় জেলা উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল