নারায়ণগঞ্জের জনগণের প্রত্যাশা, অভিজ্ঞতা ও উন্নয়নমূলক চাহিদাকে কেন্দ্র করে পরিচালিত ‘জনতার প্রত্যাশার ক্যানভাস’ ৪ দিনব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উপস্থিতিতে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
এর আগে, গত কয়েক দিন ধরে নারায়ণগঞ্জ সদর ও বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, সরকারি হাজি ইব্রাহীম আলমচান স্কুল অ্যান্ড কলেজ ও মদনপুর নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী জনমত গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।
যেখানে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মাদক, যানজট, ছিনতাই ও সন্ত্রাসসহ শিক্ষা, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, যুব উন্নয়ন, কর্মসংস্থান ও স্থানীয় সেবাব্যবস্থা বিষয়ে প্রায় ২ হাজার মানুষ তাদের প্রত্যাশা ও মতামত লিখিতভাবে ক্যানভাসে তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে মাসুদুজ্জামান বলেন, গত চার দিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পরিচালিত ‘জনতার প্রত্যাশার ক্যানভাস’ কার্যক্রমে সংগ্রহ করা সব লিখিত মতামত ইতোমধ্যে নথিভুক্ত করা হয়েছে এবং এগুলো ভবিষ্যতের পরিকল্পনা, গবেষণা ও নীতি প্রস্তাবনার ভিত্তি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। জনসাধারণের মতামতের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নাগরিকদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাকে ভিত্তি করে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব উন্নয়নের পথ তৈরি হয়। এই উদ্যোগে মানুষ সরাসরি লিখিতভাবে জানিয়েছেন তারা কোন পরিবর্তন চান, কোন সমস্যার সমাধান জরুরি এবং স্থানীয় উন্নয়ন নিয়ে তাদের অভিমত কী। সব মতামত অগ্রাধিকার অনুযায়ী শ্রেণিবদ্ধ করে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তী কর্মপরিকল্পনার জন্য দিকনির্দেশনা হিসেবে কাজে লাগাতে চাই।
বিডি প্রতিদিন/কেএইচটি