কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার জাদুরচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও আবু তালেবের ছেলে আবু ত্বহা মণ্ডল (৩)। সম্পর্কে তারা মামা-ভাগনে। এদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বালতির পানিতে ডুবে ১১ মাস বয়সি নাদিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের কৃষি শ্রমিক নবাব মিয়ার একমাত্র কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, মা রান্নার কাজে ব্যস্ত থাকার এক ফাঁকে শিশুটি খেলতে খেলতে বালতির ভিতরে পড়ে যায়। কিছু সময় পর প্রতিবেশী একজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ড. সুমন পাল তাকে মৃত ঘোষণা করেন।