দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-
নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় গতকাল বিকালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের মোস্তফা সর্দার (৫৫) ও তার বন্ধু পোরশা উপজেলার বাসিন্দা আবদুল মালেক।
মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ি আইলেনের সামনে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজৈরের আমগ্রাম এলাকার পলাশ গাইন (৩৪) এবং ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)।
মৌলভীবাজার : মঙ্গলবার রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে মোটরসাইকেল ও ব্যাটারিচালতি টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)।
কুমিল্লা : হোমনায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন নিশাদ (২৬) নামে এক সৌদিপ্রবাসী। এতে আহত হয়েছেন তার বন্ধু ইফাত (১৫)। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ওয়াইব্রিজের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিশাদ রামকৃষ্ণপুর বাঁশগাড়ি গ্রামের মমিন মেম্বারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া : বাঞ্ছারামপুরে দুই অটোরিকশার সংঘর্ষে খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খলিল উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের কেরামত আলীর ছেলে।