রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাদল মিয়া নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। উপজেলার মিরগদাই ঈদগাহ মাঠ এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদল মিয়া একই এলাকার নুরু মিয়ার ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জের মাছিমপুরের ইকবাল ওরফে টেডা ইকবাল, রানা ও মোমেন মিয়া ব্যবসায়ী বাদল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। না পেয়ে সোমবার রাতে ইকবালের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাদলের ওপর হামলা চালায়। তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা মাথায় গুলি করে। তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওসি মো. সবজেল হোসেন বলেন, ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।