নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটের নিউ সুমন ম্যাট্রেস থেকে আগুনের সূত্রপাত হয়। ’