আজ ঐতিহাসিক ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তান হানাদারদের হাত থেকে মুক্ত হয় ভোলা। পাক বাহিনীর পালানোর সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার মুক্তিকামী মানুষ ভোলার রাজপথে নেমে আসে। দিনটি স্মরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে ভোলায় হানাদার ও মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয় বেশ কয়কটি স্থানে। বিশেষ করে বোরহানউদ্দিনের দেউলা, বাংলাবাজার, শান্তিরহাট, ঘুইংগারহাট চরফ্যাশন ও লালমোহনে দেবীর চরের যুদ্ধ ছিল ভয়াবহ। ডিসেম্বরের শুরুতে মুক্তিযোদ্ধারা ভোলার অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেন। এরপর সবাই একযোগে ভোলা শহর নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি শুরু করে। তখনই হানাদার বাহিনী ভোলা থেকে পালিয়ে যায়।