ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রতাপ চন্দ্র বর্মণ (৩২) নামে পল্লীবিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতাপ রংপুরের পীরগাছা উপজেলার সুভাষ চন্দ্র বর্মনের ছেলে। তিনি ব্রাক্ষণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতি অরুয়াইল সাব-জোনাল অফিসের লাইনম্যান ছিলেন এবং পরিবারসহ অরুয়াইল এলাকায় বাস করতেন।